1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

তদন্ত কমিটির দেশে বিচার নয়, প্রভাবই শেষ কথা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশে “তদন্ত কমিটি” যেন এক প্রহসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দেশে যেখানেই কোনো অপরাধ ঘটে, সঙ্গে সঙ্গে ঘোষণা আসে—“ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।” কিন্তু পরবর্তীতে দেখা যায়, কমিটি রিপোর্ট দেয় না, দিলে তা প্রকাশ করা হয় না, আর যদি প্রকাশ হয়ও, তাতে কোনো ফল আসে না। যেন তদন্ত মানে সময়ক্ষেপণ, জনগণের রোষ প্রশমিত করার কৌশল, অপরাধীর প্রতি সময় দেওয়া যাতে প্রমাণ গায়েব হয়ে যায়।

এই দেশে প্রমাণ থাকা সত্ত্বেও অপরাধী গ্রেফতার হয় না। বরং প্রমাণ ধ্বংস, সাক্ষী নিপীড়ন, তদন্তে হস্তক্ষেপ—এসবই হয়ে দাঁড়িয়েছে নিয়মিত চিত্র। আবার অপরাধ না থাকলেও, এক ফোন কলেই গ্রেফতার হয়ে যায় নির্দোষ কোনো মানুষ। কারো রাজনৈতিক পরিচয়, কারো মতামত, কারো সোশ্যাল মিডিয়া পোস্ট—সবই এখন অপরাধ প্রমাণের চেয়ে বেশি শক্তিশালী প্রমাণে পরিণত হয়েছে।

এটাই সেই রাষ্ট্রব্যবস্থা, যেটা পরিবর্তনের জন্য মানুষ আন্দোলন করেছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে। মানুষ ভেবেছিলো, নতুন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, বিচার হবে নিরপেক্ষ, অপরাধীর মুখোশ উন্মোচন হবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, শুধু মুখ বদলেছে, চরিত্র বদলায়নি। যারা একসময় অন্যায়ের বিরুদ্ধে ছিলো, তারাই এখন অন্যায়ের ছায়ায় আশ্রয় নিচ্ছে।

বিপ্লব হয়েছিলো অন্যায়ের বিরুদ্ধে, কিন্তু ফলাফল শূন্য। তদন্ত কমিটি আজও অপরাধীদের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর আইন সাধারণ মানুষের জন্য ভয়াবহ এক ফাঁদে পরিণত হয়েছে। যেই আইনের মাধ্যমে ন্যায়বিচার আসার কথা, সেই আইনই এখন অন্যায়ের হাতিয়ার হয়ে উঠেছে।

প্রশ্ন হলো—এই রাষ্ট্রে ন্যায়বিচার পেতে হলে কি ক্ষমতার চাবিকাঠি হাতে রাখতে হবে? নাকি আমাদের আবারও নতুন করে ভাবতে হবে, কেমন রাষ্ট্র চাই আমরা—যেখানে বিচার হবে প্রমাণের ভিত্তিতে, প্রভাবের নয়; যেখানে তদন্ত হবে সত্য উদঘাটনের জন্য, দায়মুক্তির জন্য নয়।

এই সময় এসেছে আইনকে বদলানোর, সেই মানসিকতাকে বদলানোর—যেখানে তদন্ত মানে বিলম্ব নয়, মানে সত্য অনুসন্ধান। অন্যথায়, প্রতিটি “তদন্ত কমিটি”ই হয়ে থাকবে অন্যায়ের প্রাতিষ্ঠানিক অনুমোদনপত্র।

বিপ্লব হয়েছিলো পরিবর্তনের আশায়, কিন্তু যদি পরিবর্তন না আসে—তাহলে সেই বিপ্লবের আত্মাও কাঁদবে।

–আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট