1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

টঙ্গীর মৈত্রী শিল্পে প্রতিবন্ধী শ্রমিকদের কর্মবিরতি ও মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :

টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের অপসারণের দাবীতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শ্রমিক কর্মচারীরা।

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। এসময় মৈত্রী শিল্পের প্রধান ফটকে উত্তেজিত শ্রমিক-কর্মচারিরা এক মানববন্ধনে মিলিত হন।

মানববন্ধনে বক্তব্য দেন মৈত্রী শিল্পের কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান, মোহাম্মদ অশিউর রহমান, রিয়াজ উদ্দিন, আসাদুল হক, কাইয়ুম হোসেন খান, কামরুন নাহার শান্তা, ফারজানা আক্তার দীপ্তি, তানজিলা চৌধুরী, রোমানা আলম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মৈত্রী শিল্পে আমরা দীর্ঘদিন যাব সম্মানের সাথে চাকরি করে আসছি। বর্তমান শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান যোগদানের পর থেকে যাকে তাকে শোকজ, দুর্ব্যবহার, মানসিক নির্যাতন, নারী কর্মচারী ও শ্রমিকদের কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার কথায় সায় না দিলে ঠুনকো অযুহাতে বদলি করে দিচ্ছেন। তার অত্যাচারে অতিষ্ট হয়ে তাকে অনতিবিলম্বে অপসারণের দাবিতে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন ও মানববন্ধন করছি। লম্পট ও নারী লোভী নির্বাহী পরিচালককে অপসারণ করা না হলে আমরা কাজে যোগদান করব না।

এব্যাপারে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক কাজী মাহবুবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
মুঠোফোনে কল করলেও তিনি সারা দেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট