1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

১০ লাখ টাকা চাঁদার দাবি অচল হয়ে পড়েছে কারখানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

 

জামালপুর থেকে   রকিব হাসান নয়ন 
জামালপুরের মেলান্দহে ১০ লাখ টাকা চাঁদা দাবির কারনে  গ্রীন বায়োটেকনোলজি নামের একটি শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন সহ সকল কার্যক্রম বন্ধের অভিযোগ উঠেছে।

কারখানার সহকারী নির্বাহী কর্মকর্তা মো.রাসেল হোসেন অভিযোগ করে বলেন,’গত সোমবার সকালে কারখানায় কর্মকর্তা-কর্মচারিরা প্রবেশ করতে গেলে চাঁদাবাজ  সস্ত্রাসীরা কর্মচারীদের   কারখানায় ঢুকতে বাঁধা প্রদান করে এবং কর্মকর্তা-কর্মচারিদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। 

 সস্ত্রাসীরা  কারখানার শ্রমিক অনামিকা রেজাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ।এ অবস্থায়  কারখানার ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না। আর যারা কারখানার ভিতর ছিলো তাঁরা ও বাহিরে  আসতে পারছেন না।

রাসেল হোসেন  আরও বলেন, সন্ত্রাসীদের কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়েছে কারখানাটি। শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। বর্তমানে সন্ত্রাসীরা  কারখানার প্রধান ফটকে ও এলাকার আশেপাশে অবস্থান করে কর্মকর্তা কর্মচারীদের  ভয়-ভীতি প্রদর্শন করছে। ফলে সবাই নিরাপত্তাহীনতায় ভুগছেন।

গ্রীন বায়োটেকনোলজির ম্যানেজার নজরুল ইসলাম বলেন, ‘আমাদের এই প্রতিষ্ঠানটি শুধু মেলান্দহ নয়, বরং জামালপুর জেলার গ্রামীণ অর্থনীতি তথা সারাদেশেও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। শত শত পরিবার এই কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছে ,  অথচ কিছু দুষ্কৃতিকারীর তাদের সন্ত্রাসী কার্যক্রম  অব্যাহত  রাখার কারনে  শিল্প কারখানাটি এখন  হুমকির মুখে পড়েছে। এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ যদি দ্রুত বন্ধ না করা হয়। বড় বড় উদ্যোক্তারা উপজেলা শহরে এই ধরণের প্রতিষ্ঠান করা থেকে নিরুৎসাহিত হবে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য   স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল। সেই  সাথে  দ্রুত  কারখানাটি খুলে দেওয়া দাবি করেছে এলাকাবাসী। 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাস এর কাছে  এ বিষয়ে জানতে চাইলে তিনি  বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট