প্রদীপ চন্দ্র মম
যিনি শেখান আলোর পথ,
আজ তিনিই শাসনের প্রহারে ক্ষত—
যে হাতে লিখতেন জ্ঞানের গান,
সেই শরীরে আজ রক্তের দাগ।
যে কণ্ঠে জ্বলত সত্যের শিখা,
আজ নীরব সে— ভয়ে দিশাহারা;
ন্যায় কাঁদে ধূলার তলে,
রাষ্ট্র ঢেকে রাখে অন্যায়ের পর্দা।
যে জাতি গুরুতে আঘাত হানে,
তার বুকে জন্মে বিষের দানা;
আজ গুরু রক্তে লুটিয়ে রয়,
কাল সেই ক্ষত জাতির ক্যান্সার না হয়!
তবু জাগো, হে শিক্ষক মহান,
তোমার বেদনায় জাগে প্রভাতের গান;
যতই অন্ধকার ছায়া ফেলুক,
তোমার প্রদীপেই জ্বলবে মানবতার প্রাণ।
১৩/১০/২০২৫ খ্রিঃ।