সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলা দুইশত বছরের ঐতিহ্যবাহী বাগবাটী হাটের উপর দিয়ে সড়ক ও জন পথ বিভাগ কর্তৃক রাস্তা নির্মানের প্রতিবাদে এলাকাবাসির আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
বুধবার( ৮ অক্টোবর) সকালে সড়ক ও জনপথ কার্যালয় চত্বরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- বৃহস্পতিবার ও রোববার ঐতিহ্যবাহী বাগবাটী হাট বসে । এই হাটে উত্তর সিরাজগঞ্জসহ বগুড়ার কিছু অংশের রায়গঞ্জ চান্দাইকোনা ও ধুনটের কৃষিপণ্য পশু আমদানী ও রফতানী করে বিভিন্ন জেলায় রফতানী করে প্রায় কোটি কোটি লেনদেন হয়।
হাট ছাড়াও প্রতি দিন হাজারো লোক চলাচল করে এই হাটের উপর দিয়ে । হাটের মধ্যে দিয়ে যানবাহন চলাচলে যানজটের সৃষ্টিসহ অহরহ দুর্ঘটনা ঘটছে। যানজট নিরশনে হাটের পশ্চিম পাশ দিয়ে রাস্তা নির্মানের দাবী জানাই।
বক্তারা আরো জানান, সাম্প্রতিক সময় সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ ঘোড়াচরা মোড় হয়ে হরিপুর আলমপুরের মধ্যে চকমিরাখোর হয়ে বাগবাটী পশ্চিম পাশে পালপাড়া হয়ে ব্রক্ষগাছা দিয়ে চান্দাইকোনা পর্যন্ত হাইওয়ে রাস্তা তৈরীর কাজ শুরু করা হয়। যা বাগবাটী হাটের বাহির দিয়ে অবস্থিত। কিন্তু এলাকার কতিপয় ব্যক্তি ঠিকাদারী প্রতিষ্ঠান ও সড়ক জনপথ বিভাগের সাথে যোগসাজসে হাটের ভিতর দিয়ে রাস্তার কাজ শুরু করার পাঁয়তারা করছে। এতে হাটের দিন ভোগান্তি ও দুর্ঘটনায় জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়।
এলাকাবাসির জানমালের নিরাপত্তাসহ হাটের ভিতরে যানজট নিরশনে বাহির দিয়ে রাস্তা নির্মানের জোর দাবী জানান তারা।
মানববন্ধন কর্মসুচিতে ১ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি অপুর্ব আহমেদ, সাধারন সম্পাদক পলাশ খান, ধর্ম বিষয়ক সম্পাদক ইউসুব আলী, বিএনপি নেতা শ্রী গোপাল চন্দ্র শীল,সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ
০৮.১০.২৫