1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

বিচারহীনতার সংস্কৃতি ও বিবেকহীন রাজনীতি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বাংলাদেশের রাজনীতির ইতিহাস যত পুরোনো, বিচারহীনতার সংস্কৃতিও ততটাই গভীর ও বিষাক্ত হয়ে আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরের গণহত্যা, ২৪ সালের ভয়াবহ দমন-পীড়ন—এইসব ঘটনার প্রতিটিই ইতিহাসে রক্তক্ষরণের কালো দাগ হয়ে আছে। কিন্তু আজও সেই রক্তের দাগের বিচার হয়নি, হয়নি রাষ্ট্রীয় জবাবদিহিতা, হয়নি মানবতার সম্মান রক্ষা।

২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি, যেখানে অর্ধশতাধিক সেনা কর্মকর্তা নির্মমভাবে নিহত হন—একটি রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো কাঁপিয়ে দেয় সেই ঘটনা। তখনও আমরা শুনেছিলাম, “বিচার হবে, দোষীদের ছাড় দেওয়া হবে না।” কিন্তু আজ একযুগেরও বেশি সময় পর, সেই বিচার কতটা স্বচ্ছ, কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন আছে জনমানসে। অনেকেই মনে করেন, ঘটনাটির পূর্ণ সত্য কখনো প্রকাশই করা হয়নি।

তারপর এলো শাপলা চত্বর ট্র্যাজেডি। ২০১৩ সালের সেই রাত, যেখানে হাজারো নিরীহ মানুষ, মসজিদের মুসল্লি, ছাত্র-শিক্ষক, শ্রমজীবী সাধারণ মানুষকে ঘিরে রাখা হয়েছিল মৃত্যুর অন্ধকারে। আজও জানা যায় না ঠিক কতজন নিহত হয়েছিলেন, কারা গুম হয়েছিলেন, কোথায় তাদের কবর। অথচ আমরা উন্নয়নের গল্প শুনি, মানবাধিকারের বুলি শুনি, কিন্তু সেই রক্তে ভেজা শাপলা চত্বরের মাটি আজও চুপ করে আছে।

এরপর এলো ২০২৪ সালের গণহত্যা—যেখানে জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর চালানো হয়েছিল বর্বর দমন অভিযান। গুলিতে, লাঠিতে, নির্যাতনে ঝরে পড়েছিল তরুণ প্রজন্মের প্রাণ। যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছিল, তারাই হয়েছিল রাষ্ট্রীয় সহিংসতার শিকার। অথচ আজ পর্যন্ত সেই ঘটনার কোনো বিচার নেই, কোনো তদন্ত নেই, কোনো সত্য প্রকাশ নেই। বরং যারা এই হত্যার প্রতিবাদ করেছিল, তাদেরই মামলায় জর্জরিত করা হয়েছে।

আর সাম্প্রতিক সময়ের সবচেয়ে জ্বলন্ত উদাহরণ হলো ভিপি নূরের ওপর হামলা। একজন তরুণ রাজনীতিক, যিনি জনগণের অধিকারের কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার—তার ওপর প্রকাশ্যে হামলা হলো, মিডিয়ার ক্যামেরার সামনে, অথচ আজ পর্যন্ত হামলাকারীদের বিচার তো দূরের কথা, অনেককে রক্ষা করা হলো রাজনৈতিক আশ্রয়ে। এটা কি সেই রাষ্ট্র, যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল?

কিন্তু বিস্ময়ের বিষয় হলো—যারা এসব অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কথা ছিল, তারা এখন সংসদে বসার নেশায় পাগল হয়ে গেছে। নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য ন্যায়-অন্যায়ের সীমারেখা মুছে ফেলেছে। এই অন্ধ ক্ষমতার নেশাই আজ দেশের রাজনীতিকে বিবেকহীন করে তুলেছে।

বিচারহীনতার এই দীর্ঘ ছায়া আমাদের শুধু রাজনীতিকেই নয়, সমাজকেও অসুস্থ করে তুলছে। যখন অপরাধের বিচার হয় না, তখন অপরাধীরা সাহসী হয়, শাসকরা উদ্ধত হয়, আর জনগণ হয়ে পড়ে নিরুপায়। রাষ্ট্র তখন আর গণতান্ত্রিক থাকে না, থাকে এক দমনযন্ত্রে পরিণত।

এখন সময় এসেছে আমরা একবার ভেবে দেখি—এই নীরবতা, এই সহ্যশক্তি, এই আপসের রাজনীতি কাকে বাঁচাচ্ছে? দেশকে, নাকি দোষীদের? যারা অন্যায়ের বিচার চায় না, তারা কখনো ন্যায়বিচারের দাবি করতে পারে না।

বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হয়, তবে প্রথম শর্ত হলো—বিচারহীনতার অবসান। পিলখানা থেকে শাপলা, ২৪ থেকে নূর—সব ঘটনার নিরপেক্ষ বিচারই হবে নতুন বাংলাদেশের ভিত্তি।

বিচার চাই, প্রতিশোধ নয়।
ন্যায় চাই, ক্ষমতা নয়।
বিবেক ফিরিয়ে আনতে হবে রাজনীতিতে—না হলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

— ✍️ আল আমিন মিলু
আহবায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট