1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

ফ্যাসিবাদের পথে সংসদীয় মেয়াদ নির্ভর ক্ষমতা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গণতন্ত্রের মূল দর্শন হলো জনগণের কাছে ক্ষমতার মালিকানা। নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি ঠিক করে দেয় এবং সংসদের মেয়াদ শেষে আবার নতুনভাবে জনগণের কাছে ক্ষমতার চাবি ফিরে আসে। কিন্তু প্রশ্ন হলো—যদি সেই নির্বাচিত সরকার মেয়াদকালকে ঢাল বানিয়ে শত অন্যায়, হাজারো লুটপাট করেও শুধু এই যুক্তি দেখায় যে “আমাদের মেয়াদ এখনো শেষ হয়নি, তাই আমরা ক্ষমতায় টিকে থাকব”—তাহলে সেটা কি গণতন্ত্র, নাকি ফ্যাসিবাদেরই আরেক রূপ?

ক্ষমতাকে আঁকড়ে ধরার সংস্কৃতি

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বহু দেশে এমন একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে ক্ষমতায় বসে পড়লেই দল ও নেতারা মনে করেন—সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা নিরাপদ। বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করা, প্রশাসনকে দলীয়করণ, বিরোধী মত দমন করা, নির্বাচন কমিশনকে প্রভাবিত করা—সবকিছুই যেন বৈধ হয়ে যায়। এতে জনগণের প্রকৃত অংশগ্রহণ ক্রমে কমে যায়, আর সরকার জনগণের কাছে নয় বরং নিজের দল ও গোষ্ঠীর কাছে দায়বদ্ধ হয়ে পড়ে।

ফ্যাসিবাদের বৈশিষ্ট্য কোথায় ফুটে ওঠে?

ফ্যাসিবাদ মানে শুধু হিটলার-মুসোলিনির মডেল নয়। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে—ক্ষমতার কেন্দ্রীকরণ, জবাবদিহির অনুপস্থিতি, বিরোধী কণ্ঠ দমন ও রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিকেন্দ্রিকভাবে ব্যবহার।
আজকের বাস্তবতায় দেখা যায়—

ক্ষমতাসীনরা নিজেদের দলকে আইনের ঊর্ধ্বে মনে করে।

দুর্নীতি, লুটপাট, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই রাষ্ট্রীয় দমন-পীড়ন নেমে আসে।

ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না বা নির্বাচন প্রহসনে পরিণত হয়।
এসবই এক ধরণের ফ্যাসিবাদী শাসনব্যবস্থার প্রকাশ।

কেন এটি ভয়াবহ?

কারণ, যখন জনগণ দেখে অন্যায় করলেও শাস্তি নেই, লুটপাট করলেও জবাবদিহি নেই, তখন রাষ্ট্রের প্রতি আস্থা ভেঙে যায়। মানুষ মনে করে—শুধু ক্ষমতায় টিকে থাকার জন্যই সরকার আছে, জনগণের জন্য নয়। এর ফলে সামাজিক অস্থিরতা বাড়ে, তরুণদের মধ্যে হতাশা জন্ম নেয় এবং দেশ ধীরে ধীরে এক অচলাবস্থার দিকে চলে যায়।

সমাধানের পথ কোথায়?

১. গণতান্ত্রিক জবাবদিহি নিশ্চিত করতে হবে—যাতে কোনো সরকার বা নেতা মনে না করে যে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তারা যেকোনো কিছু করতে পারে।
২. সংবিধান ও আইনকে দলীয়করণ থেকে মুক্ত করতে হবে।
৩. মধ্যবর্তী নির্বাচন বা গণভোটের সংস্কৃতি চালু করা যেতে পারে, যাতে জনগণ প্রয়োজনে সরকারের ওপর আস্থা ফিরিয়ে নিতে পারে।
৪. সুশীল সমাজ, তরুণ ও গণমাধ্যমের সক্রিয় ভূমিকা থাকতে হবে জনগণের পক্ষে শক্ত কণ্ঠস্বর তোলার জন্য।

শেষকথা

শুধু সংসদের মেয়াদ পূর্ণ করার নাম গণতন্ত্র নয়। যদি সেই মেয়াদকালে জনগণকে অন্ধকারে রাখা হয়, রাষ্ট্রীয় সম্পদ লুট হয়, অন্যায়ের পাহাড় জমে—তাহলে সেটা গণতন্ত্র নয়, বরং ফ্যাসিবাদী ক্ষমতার বৈধতা দেয়ার কৌশল।

👉 তাই বলা যায়, সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যেকোনো অন্যায় সহ্য করতে হবে—এই ধারণাই আমাদের সমাজে ফ্যাসিবাদের শেকড় শক্ত করার প্রধান কারণ।

-আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট