প্রদীপ চন্দ্র মম
ঝড় ওঠে—
কিন্তু তা আর শুধু গাছ ভাঙে না,
এবার তা ভাঙে শোষকের প্রাসাদ,
পাথরের দেয়াল কাঁপে বজ্রের মতো রোষে।
নদী শুকিয়ে যায়—
তবু তার বুক ফেটে উঠে মানুষের আর্তি,
ক্ষুধার্ত শিশুর চোখে লেগে থাকা ধুলোর মতো
আমার মাতৃভূমি কাঁদে লোনাজলে।
সূর্য ওঠে—
কিন্তু তা আর উষ্ণতা দেয় না,
দগ্ধ করে দেয় মজুরের হাড়,
তবু তার লাল রক্তে লেখা হয় শপথ:
“অন্যায় সইব না!”
রাত্রি নামে—
কিন্তু তা আর শান্তির নয়,
অন্ধকারে ছুরি ঝলসে ওঠে,
হতাশার ভেতর আগুন জ্বলে—
আমি শুনি,
পাহাড়ও কাঁদছে মানুষের রক্তধ্বনিতে।
আমি বিদ্রোহী—
প্রকৃতির বুকের বজ্র আমি,
নদীর কান্না, ঝড়ের হাহাকার,
সব নিয়ে একসঙ্গে উঠব আমি,
যতদিন না এই পৃথিবী জেগে ওঠে
মানবতার মুক্ত আলোর ভোরে।
০১/১০/২০২৫ খ্রিঃ।