কামরুল হাসান:
টাঙ্গাইলের ধনবাড়ী ঊপজেলার যদুনাথপুর ইউনিয়নের ছাতারকান্দি স্বর্গীয় সূর্য্য কান্ত ঘোষ মহাশয়ের বাড়ির মন্দিরে প্রতি বছর দুর্গা পূজার আয়োজন করে আসছে।
পূজা ঊদযাপন কমিটির সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ জানান, ছাতারকান্দি স্বর্গীয় সূর্য্য কান্ত ঘোষ মহাশয়ের বাড়িতে অনেক দিন আগে থেকেই দুর্গা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয় নি। এ উপলক্ষে দুর্গোৎসবের খুশির বন্যা বয়ে চলছে। সাধারন সম্পাদক আরও জানান, এ কমিটির সভাপতি শংকর কুমার ঘোষ ও কোষাধ্যক্ষ লিপি রাণী ঘোষসহ অন্যদের সাথে নিয়ে পূজামÐপের যাবতীয় কাজের তদারকি করছেন। এসব ব্যাপারে সুকুমার ঘোষ, স্পর্শ ঘোষ, সাগর ঘোষ, সৌরভ ঘোষ ও দুর্জয় ঘোষসহ অন্যরা পূর্ণ সহযোগিতা করছেন। পাশাপাশি আনসার ও পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২