নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির বিশাল এক কর্মীসভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে স্থল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সুরুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপি'র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা বিএনপি'র অন্যতম সাবেক সদস্য গোলাম রব্বানী লিকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ডিলার প্রমুখ।
কর্মী সমাবেশটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ শিমুল।