প্রদীপ চন্দ্র মম
কাশের সাদা ঢেউ—
শরতের বুকে গায় আগমনী গান,
ধরার হৃদয় ভরে
জাগে দেবী ঊষা, আলোয় দিগন্ত প্রাণ।
পাতার ঝিরিঝিরি সুর—
শিউলি ঝরে দীপশিখার মতো,
নদীর তীরে ভেসে
ভক্তি-শ্রদ্ধা মিশে যায় আকাশের রথে।
কৈলাসে শিবের টান—
অভিমানে ঢাকে পাহাড়ের নিশ্বাস,
তবু ধরায় হাসি—
মায়ের আগমনে জাগে অনন্ত বিশ্বাস।
কাশফুল আঁচল যেন—
শিউলির সুবাস দেবীর নিশ্বাস,
মানুষ-প্রকৃতি মিলে
মাতৃচরণে রাখে আনন্দ আর আশ্বাস।
এই ঋতুর উৎসব—
শ্রদ্ধা ও আনন্দ মিলায় গানে,
“মা এসেছেন, মা এসেছেন”—
প্রকৃতি জাগে অনন্ত প্রাণে।
২৭/০৯/২০২৫ খ্রিঃ।