1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সরিষাবাড়িতে ছেলের লাঠির আঘাতে আহত হয়ে মায়ের মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুরের সরিষাবাড়িতে ছেলের লাঠির আঘাতে আহত হওয়ার নয় দিন পর ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে মায়ের মৃত্যু হয়েছে।
জানা যায়, সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামের পাঠান বাড়ির জয়নাল খাঁ কয়েক মাস আগে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী হনুফা বেওয়া (৮৫), ছয় ছেলের মধ্যে জামাল, কামাল, ইদ্রিছ, ছিদ্দিক, ঈদুল ও সাব্বির এবং তিন মেয়ের মধ্যে জোছনা, আন্না ও জহুরাকে ওয়ারিশ রেখে যান। সম্প্রতি ছেলেদের মধ্যে অনানুপাতিক হারে জমি লেখে দেয়ার বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে ছিদ্দিক ক্ষিপ্ত হয়ে মাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মায়ের মাজা, কোমর ও পায়ে মারাত্মক জখম হয়। পরে আপন জনেরা তার চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকগনের পরীক্ষা-নীরিক্ষায় হাড় ফেটে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। এক পর্যায়ে চিকিৎসার খরচ জোগাতে না পেরে অসুস্থ মাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে সন্তানেরা। অবশেষে ঘটনার নয় দিন পর ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে নিজ বাড়িতে অসুস্থ মা হনুফা বেওয়ার মৃত্যু হয়। এ বিষয়ে বড় ছেলে জামাল উদ্দিন জানান, তার ভাইদের মধ্যকার ঝগড়া থামাতে গিয়ে তার মা সামান্য আহত হয়। পরে তারা ভাই-বোন সবাই মিলে তার মায়ের চিকিৎসাও করায়। ছোট মেয়ে জহুরা বেগম বলেন, তার মা পড়ে গিয়ে আঘাত পান। পরে তার মায়ের চিকিৎসা করানো হয়। নয় দিন পর আজ বুধবার দুপুরে তার মা মারা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীদের কয়েক জন বলেন, ছেলেদের মধ্যে কম-বেশি হারা-হারি করে জমি লেখে দেয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে ছিদ্দিক রেগে গিয়ে তার মাকে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার মায়ের মাজা, কোমর ও পায়ে মারাত্মক জখম হয়। মাজার হাড় ফেটে যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার লাল মিয়া ভ‚ইয়া ও ইউপি প্রশাসক সালাহ উদ্দিন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাদের দু’জনেরই ফোনেই সংযোগ পাওয়া যায় নি।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট