প্রদীপ চন্দ্র মম
আমি বিদ্রোহী, আমি বজ্রনাদ,
অন্যায়ের পথে করি তাণ্ডব-বাদ।
ধর্মের নামে যারা তোলে অগ্নি,
তাদের বিরুদ্ধে গর্জে উঠি এখনই।
কোরআন বলে— “ফিতনা মহাপাপ”,
হত্যার চেয়ে ভয়ংকর সে শাপ।
তবু কেন ভাঙো মাজারের দ্বার?
এ কি নবীর বাণী, না অন্ধকার?
রাসূল বলেছিলেন— “যার জিহ্বা ও হাত,
মানুষ থাকে নিরাপদ সবার পাশে।”
তাহলে রক্তে যে ভিজে এই ধরনী,
সে কি নবীর পথে চলে সত্যসাথী?
মক্কা বিজয়ের দিনে ঝরল দয়া,
শান্তির পতাকা উঠল উঁচু করে।
কাবা রক্ষিলেন ক্ষমার মশাল,
ভালোবাসা দিলেন বিশ্বে অবিরাম।
আমি বিদ্রোহী, জ্বালব প্রেমের দীপ,
ভাঙব অজ্ঞতার আঁধার ঘন সিপ।
সুফিদের গানেই এ মাটি জাগে,
ভালোবাসা ফোটে অন্তরের রাগে।
ওহে তৌহিদী, শোনো আমার ডাক,
ধ্বংস নয়— হোক নির্মাণের পাক।
শান্তি হোক পতাকা, ক্ষমা হোক ঢাল,
ভালোবাসার জয় হোক বিশ্বজয়াল।
১৯/০৯/২০২৫ খ্রিঃ।