সরিষাবাড়ী থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৮-০৯-২৫ ইং তারিখ সকালে সরিষাবাড়ী থানার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মহাদেব সাহা ও সাদস্য সচিব বাবু সংকর লাল রায় ।
সেখানে আরও উপস্থিত ছিলেন পৌরসভা সহ ৮ ইউনিয়নের মোট ৪৫ টি পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ ও থানার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান তাঁর বক্তব্যে দিকনির্দেশনা আলোচনা প্রদান সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে এবং সকলের সহযোগিতা মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দ উৎসবের মধ্য দিয়ে এবং শান্তিপূর্ণভাবে শেষ হয় এজন্য সকলের প্রতি বিশেষ করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণের প্রতি তিনি আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮