প্রদীপ চন্দ্র মম
না, আমি বিখ্যাত নই—
আমার নামে শিরোনাম ওঠে না পত্রিকায়,
কোনো টকশো মঞ্চে আমন্ত্রণ আসে না,
বিশেষজ্ঞের আসনে বসার যোগ্যতাও নেই।
তবু নির্বাচন এলেই
দরজায় কড়া নাড়ে সব পরিচিত অচেনা মুখ,
প্রার্থীরা মাথা নত করে বলে—
আপনার এক ভোটের মূল্য অপরিসীম!
সেই মুহূর্তেই
আমি আর বড় কোনো নেতা সমান হয়ে যাই,
আমার আঙুলের নীল দাগে
মাপা হয় দেশের ভবিষ্যৎ।
আমি জানি—
একাত্তরের রক্ত, অশ্রু, হাহাকার
আমাদের বুকের ভেতর পাথর হয়ে আছে।
ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগের শপথ,
দুই লক্ষ মা-বোনের ক্ষত,
অগণিত মানুষের দুঃখ—
এসব কোনোদিন ভোলা যাবে না।
আমার ভোটের কাগজে তাই
শুধু প্রতিশ্রুতির ছাপ নয়,
থাকে শহীদের রক্তের দাগ,
থাকে স্বাধীনতার সুবর্ণ আলো।
আমি সাধারণ মানুষ,
কিন্তু আমার ভোট—
আমার ছোট্ট অধিকার—
হোক মুক্তিযুদ্ধের স্বপ্নের প্রহরী,
হোক সত্য ও ন্যায়ের চিরন্তন জয়গান।
১৭/০৯/২০২৫ খ্রিঃ।