বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ,
টাংগাইল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে ভর্তিকৃত ১ম বর্ষের ছাত্র ছাত্রীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের
সম্মেলন কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা
আইডিইবি এর সহ-সভাপতি রফিকুল ইসলাম ও মীর মোহাম্মদ হোসেন ও কলেজের উপাধ্যক্ষ খ,ম,রওশন হাবিব। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধানগণ ও মেকানিক্যাল ইন্সট্রাক্টর মাহমুদা সুলতানা প্রমুখ।

উক্ত অভিভাবক সমাবেশে সভাপতির শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অভিভাবকগণ খোলা মেলা বক্তব্যে অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন বিভাগ সম্পর্কে জানতে চান । এসময় উপস্থিত বিভাগীয় প্রধানগণ অভিভাবকগণের উত্থাপিত প্রশ্নের উত্তর প্রাণজল ভাষায় আলোচনা করেন এবং কারিগরি শিক্ষার তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা প্রদান করেন। পরিশেষে সভাপতি উপস্থিত অভিভাবকগণকে সকল সহযোগিতা আহ্বান রেখে এবং ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষণা করেন। এখানে উল্লেখ্য যে,এ অনুষ্ঠানের পূর্বে কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এক আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন ভর্তিকৃত ছাত্র ছাত্রীদের রজনী গন্ধা ফুল দিয়ে বরন করে নেয়া হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮