
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ড ভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০’র ত্রি – বার্ষিক নির্বাচন আসন্ন। সভাপতি পদে এবার লড়ছেন স্পেন প্রবাসী ও সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান (ছাতা মার্কা) ও সাবেক সভাপতি মোঃ আব্দুল মোত্তালেব (চেয়ার মার্কা)।
শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, মিজানুর রহমান প্রচুর অর্থসম্পদের মালিক হলেও অহংকারী আচরণের জন্য ব্যাপক সমালোচিত। অভিযোগ রয়েছে, তিনি সাধারণ ড্রাইভারদের সঙ্গে ভালো ব্যবহার করেন না, এমনকি কারও ফোন কলও রিসিভ করেন না। ভোটারদের মধ্যে আলোচনা চলছে— এমন প্রার্থীর ওপর আস্থা রাখা কঠিন।
অপরদিকে মোঃ আব্দুল মোত্তালেব দীর্ঘদিনের পরীক্ষিত শ্রমিক নেতা। পরিচিত-অপরিচিত যে কেউ ফোন করলে তিনি রিসিভ করেন এবং বিপদে পড়া চালকদের পাশে দাঁড়ান। দেশের যেকোনো প্রান্তে চালক বিপদে পড়লে তিনি সর্বোচ্চ চেষ্টা করে তাকে সহায়তা করেন।
ভোটারদের মতে, টাকার দাপট নয়, মানবিক ব্যবহারই আসল শক্তি। তাই আসন্ন এই নির্বাচনে মোত্তালেবের চেয়ার মার্কা এখন অনেকটাই ভোটারদের মন জয় করে নিয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বরের নির্বাচনে দেখা যাবে— ছাতা না চেয়ার, কে পাচ্ছেন শ্রমিকদের আস্থা।