নিজস্ব প্রতিবেদন
জামালপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতা মামলায় মাসুদুর রহমান নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে জামালপুর সদরের পৌর এলাকা থেকে মাসুদুর রহমান নামের ওই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। সে দৈনিক জণবানী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি। তিনি সরিষাবাড়ী উপজেলার ধানাটা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর জামালপুরে নাশকতা মামলায় কোনো সাংবাদিকের প্রথম গ্রেপ্তার।
জুলাই-আগস্টের রাজনৈতিক মামলায় সরিষাবাড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জামালপুর -৪ আসনের সাবেক এমপি প্রিন্সিপাল আব্দুর রশিদের চাচাতো ভাই পরিচয়দানকারি সাংবাদিক পরিচয়দানকারী মাসুদুর রহমানকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।