প্রদীপ চন্দ্র মম
রিমঝিম সুরে ভিজে যায় প্রান্তর,
মেঘের কণ্ঠে ধরা দেয় মায়াবী গান।
মনে হয়— স্বপ্নকন্যা অন্যন্যা,
পায়ে নূপুর পরে
হেঁটে যায় হেমন্তের ভেজা মাঠে।
প্রতিটি ফোঁটা যেন তার হাসির ঝঙ্কার,
বুকের ভেতর কাঁপে অনন্ত আকুলতা।
চুলের আঁচল ছুঁয়ে যায় বাতাস—
যেন ভিজে গাছের পাতায় বৃষ্টির স্পর্শ।
কাদামাটির পথও হয়ে ওঠে স্বর্গীয়,
যখন তার পদধ্বনির সাথে মেশে ঝরনার তান।
বৃষ্টির আবরণে ঢেকে যায় দুনিয়া,
কিন্তু তার চোখে ফুটে ওঠে রঙিন রোদ্দুর।
অন্যন্যা— তুমি কি তবে বৃষ্টির রূপান্তর?
আকাশের কান্না হয়ে এসেছো স্নিগ্ধতায়?
নাকি স্বপ্নেরই কোনো অরূপ মূর্তি,
যে ভিজিয়ে দেয় হৃদয়— অবিরাম, অনন্তকাল?
জামালপুর সদর, ১৫/০৯/২০২৫ খ্রিঃ।