প্রদীপ চন্দ্র মম
চুরির অপবাদ— রক্ত ঝরে!
নারীর শরীর— হেনস্তা করে!
ধর্মের নামে আগুন জ্বলে,
মানুষ পোড়ে ছাইয়ে মিশে—
কোথায় আইন, কোথায় ন্যায়?
প্রশাসন নীরব, পুলিশ যায় পাশ কাটিয়ে!
ভোলার পথে অপমান,
চুল কেটে দেয়, জুতার মালা—
রংপুরে ভ্যানচালক মরে,
মৃত্যু আসে জনতার হুঙ্কারে!
এ কেমন দেশ? এ কেমন ভোর?
স্বাধীনতার স্বপ্ন রক্তে ভেসে যায় ঘোর।
১৯৯ প্রাণ ঝরল এক বছরে,
৯২ জন ঢাকা শহরের রক্তে ডুবে রে!
৬৩৭ জন মানুষের হাহাকার—
উচ্ছৃঙ্খল জনতার হাতে ধ্বংসের অগ্নিঝড়!
বিশ্লেষক চিৎকার করে—
"প্রশাসন অন্ধ, পুলিশ বধির!"
মানবাধিকার কাঁদে, টিআইবি বলে—
"প্রতিরোধ নাই, ভয় ছড়িয়ে দিচ্ছে মব!"
তাহলে কি বাংলাদেশ মবের মুল্লুক?
তাহলে কি রাষ্ট্র নিছক দর্শক?
উত্তর দাও— ওহে শাসক,
উত্তর দাও— ওহে আইন,
মানুষ মরছে, রক্ত ঝরছে—
কতদিন এমন চলবে?
১২/০৯/২০২৫ খ্রিঃ।