প্রদীপ চন্দ্র মম
এই রুগ্ন পৃথিবীর অস্থিরতা,
যুদ্ধের দামামায় কাঁপে আকাশভরা ভোর,
পারমাণবিক ছায়া ঢেকে দেয় হাসি,
শিশুর চোখে জমে ওঠে শোকের ঘোর।
রাজনীতির মঞ্চে ক্ষমতার লালসা,
বন্দুকের নলেই লেখা হয় ভাগ্য,
দুর্নীতির জালে শ্বাস নেয় কষ্টে,
মবের উন্মাদনা স্বপ্ন করে ভগ্ন।
তবু মানবতার দীপ নিভে না কোনোদিন,
কবিতা ওঠে প্রতিবাদের ভাষা,
ভালোবাসা ভাঙে লৌহ প্রাচীর,
সত্যের পাশে দাঁড়ায় মানুষ নিঃশেষ আশা।
আতঙ্কের এই কালো ঝড়ের বিরুদ্ধে,
আমরা উচ্চারণ করি নতুন ভোরের গান—
“শান্তি হবে অস্ত্র, ন্যায় হবে পতাকা,
মানুষই মানুষকে বাঁচাবে প্রাণ।”
১২/০৯/২০২৫ খ্রিঃ।