কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়ন স্বে”ছা-সেবক দলের সাধারন সম্পাদক এবং জামালপুর সদর দক্ষিন শাখা স্বেচ্ছা-সেবক দলের যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কেরামত আলী নামের এক উদীয়মান ও তরুন নেতা। তিনি তার প্রিয় নেতা জামালপুর জেলা বিএনপি’র চার বারের নির্বাচিত সাধারন সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন’র পদাঙ্ক অনুসরন করে বাকী জীবন জনগনের খেদমতে কাটাতে চান।
১৯৮৩ সালের ১০ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া গ্রামের মৃত উছমান আলী ও শরফুল বেওয়া দম্পত্তির সংসারে জন্ম নেন এ তরুণ নেতা। ১৯৯৩ সালে ছোনটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে প্রাথমিক শিক্ষার ইতি টানেন। পরে ছোনটিয়া উ”চ বিদ্যালয় হতে ১৯৯৯ সালে কৃতিত্বে সাথে এসএসসি পাস করেন। অত:পর ওই বছরই দিগপাইত শামছুল হক মহাবিদ্যালয়ে ভর্তি হন। এ কলেজে পড়াকালেই ছাত্র রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতিতে প্রবেশ করেন। এমনকি দিগপাইত ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারন সম্পাদক পদ লাভ করেন। পরে এ মেধাবী ছাত্র ২০০১ সালে সুনামের সাথে এইচএসসি পাস করেন। এরপর মেধাবী ও তুখোড় এ তরুণ ছাত্র নেতাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ২০২২ সালে তিনি নিজ যোগ্যতাবলে ইউনিয়ন স্বে”ছাসেবক দলের সাধারন সম্পাদক সম্পাদক পদে নির্বাচিত হন। সম-সাময়িক কালে তিনি জামালপুর সদর দক্ষিন শাখা স্বেচ্ছা-সেবকদলের যুগ্ম- আহ্বায়ক পদেও অধিষ্ঠিত হতে সক্ষম হন। ২০০৩ সালে তার প্রিয় বিদ্যালয়ে ল্যাব-সহকারী পদে চাকুরীর সুবাদে তিনি কর্ম জীবনে প্রবেশ করেন। এরপর ২০০৪ সালে বিয়ে করে সংসার জীবন শুরু করেন। তার স্ত্রী নাছিমা খাতুন এফপিএবি-তে মাঠ পরিদর্শিকা হিসেবে কর্মরত। ব্যক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। বড় ছেলে নাজমুল হাসান সিয়াম। সে ২০২৪ সালের এসএসসি’র পরীক্ষায় গোল্ডেনসহ জিপিএ-৫ লাভ করে। বর্তমানে সে ঘাটাইল ক্যান্টনমেন্ট কলেজে ২য় বর্ষে অধ্যয়ন করছে। আর ছোট ছেলে নাহিদ হাসান সিনহা। সে সাধারন গ্রেডে প্রাথমিক বৃত্তি লাভ করেছিল। বর্তমানে ¯’ানীয় একটি প্রতিষ্ঠানে ৭ম শ্রেণিতে পড়ছে । এ তরুণ নেতা ভবিষ্যত জীবন জনগনের খেদমতে কাটাতে চান। এর পেছনে তিনি অবশ্য যুক্তিও দাঁড় করেছেন। তা হলো- ছোট বেলা থেকেই তিনি মানুষ জনের সাথে মিশে কাজ করতে অভ্য¯’। তাই তারপক্ষে মানুষজনের সঙ্গ ছাড়া চলাটা কঠিন। এ কারনে বাকী জীবন জনগনের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান। এমন সিদ্ধান্তের ক্ষেত্রে তার রাজনৈতিক নেতা বা গুরু জামালপুর জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন’র রাজনৈতিক আদর্শই অনুপ্রেরনা জুগিয়েছে। তাই এ তরুণ নেতা কেরামত আলী তার রাজনৈতিক গুরুর পদাঙ্ক অনুসরন করে চলছেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২