1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

রাজশাহী দুর্গাপুরে ব্রিজের উপর অবৈধ ভাবে দোকান বসিয়ে ফুটপাত দখল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

 

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি: মোঃ মাসুদ রানা তুষার ঃ

রাজশাহী দূর্গাপুর উপজেলার প্রাণ কেন্দ্রের ব্রিজটা যেন ছোটখাটো এক হাট বাজার, ব্রিজের দুইপাশের ৫ ফুট এর বেশি জায়গা এখনো অবৈধ দোকানিদের দখলে। এমনকি রাস্তাও দোকান পাট বসেছে। বিগত ৮ মাস আগে প্রশাসনের তরফ হইতে, ব্রিজটির উপর একটি সাইনবোর্ড টাঙ্গানো  হয়,এবং বিশেষ এক সতর্কবার্তা দেয়া হয়।

কিন্তুু প্রশাসনের সকল সতর্কবার্তা তোয়াক্কা করে,আগের চাইতে অধিক দোকানপাট বসেছে ব্রিজের উপরে। 

দূর্গাপুর বাজারে সপ্তাহ জুড়ে দুই দিন বসে হাট বাজার। বিশেষ করে এই দুই দিন অবৈধ দোকানদারীদের দখলে থাকে এই বিজ্রটি।রাস্তা সহ ফুটপাত ঘিরে বসে নানা ফুল ফলের দোকান।

এতে ব্রিজের ফুটপাত দূরের কথা, নিচে রাস্তা দিয়ে অনেক কষ্টে পারাপার হতে হয় সাধারণ জনগণকে। হচ্ছে লোকসমাগম, অনেক সময় ঘটছে ঘণ্টায় ঘণ্টায় দুর্ঘটনা। অনেকে মনে করেন প্রশাসনের নীরবতার কারণে দিন দিন সমস্যাগুলো আরো বড় আকার ধারণ করেছে।

 দূর্গাপুর বাজারে একাধিক পথচারী বলেছেন,ব্রিজের পাশে ফুটপাত গুলো তৈরি করা হয়েছে আমাদের মত সাধারন পথচারীদের চলাফেরা করার জন্য,কিন্তুু যেভাবে দিন দিন দোকানপাট বৃদ্ধি হচ্ছে তাতে আমরা ফুটপাতে চলাফেরা তো দূরের কথা, কিছুদিন পরে নিচের রাস্তা দিয়ে চলাফেরা করতে পারব কিনা তা বলা যাচ্ছে না। 

আরেক পথচারী মোঃ আব্দুল ছোবান বলেন,ব্রীজের ওপরে দোকান পাট বসার কারনে, হাটের দিন করে মেডিকেল মুড় থেকে জিয়া চত্বর পর্যন্ত বিশাল যানজট সৃষ্টি হয়।এতে সাধারণ জনগণ, স্কুল শিক্ষার্থী, কৃষক,চাকরীজিবি,সবচেয়ে বেশি সমস্যায় পড়ে।প্রাশাসনের সঠিক নজরদারী থাকলে হয়তো এই সমস্যা গুলো হতো না।

ব্রীজের ওপরের ফুটপাত দখলকৃত এক ব্যবসায়ী বলেন,সবাই দোকান দিয়েছে তাই আমিও দিয়েছি,জানি সাধারণ লোক জনের আমাদের জন্য সমস্যা হচ্ছে,তবে আমাদের দোকান বসানোর নির্দিষ্ট কোন স্থান থাকতো,তাহলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা গুলো হতো না।

দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আতিকুল ইসলাম বলেন,বিষয়টা আমার চোখে পড়েছে, আমি আমার উদ্ধতন কর্মকর্তার সাথে কথা বলে,খুব শিগ্রই একটা ব্যবস্থা গ্রহণ করব, যাতে সাধারণ জনগনের ব্রিজের উপরে চলাফেরা করতে আর কোন অসুবিধা না হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও)সাবরিনা শারমিন জানান,ব্রীজের ওপরে সাইনবোর্ড টাঙ্গিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, তারপরও দোকানপাট পাকিংয়ের বিষয়ে অভিযোগ আসছে আমার কাছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত এর সমাধান করা হবে। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট