প্রদীপ চন্দ্র মম
বাংলার আকাশ রাঙা রক্তে,
শোকের স্রোতে ভেসে কান্না।
শিশু-নারী, বৃদ্ধ-শিক্ষক,
পুলিশ, সেনা— রক্ষা কোথা?
মবের হাতে বিচার রাস্তায়,
জীবন পুড়ে অগ্নিঝড়ে।
ভয় আর শঙ্কা দিনকে ঢাকে,
রক্তরাগে রাতও ভরে।
চাঁদাবাজির কালো থাবায়,
খুন-ধর্ষণের হাহাকার।
রাজনীতির নামে প্রতিদিন,
ভিন্নমতের ঘরে আগুনকার।
একাত্তুরের শপথ ভাঙে,
বায়ান্নর ভাষা হয় অপমান।
চব্বিশকে স্যালুট ওঠে,
মানবতা পড়ে অবমান।
এ যেন মাকে নগ্ন করে
জনসমক্ষে অপমান।
সালিশে জুতো পেটা নামে,
রক্তে লেখা লাঞ্ছনা প্রাণ।
ধিক্ অমানবতা ধিক্ উন্মাদ,
ধিক্ শতধিক হিংসার গান।
নিপাত যাক মবের সন্ত্রাস,
জেগে উঠুক মানব প্রাণ।
চিরতরে থামুক এই উল্লাস,
ফিরে আসুক বিশ্বাস—আশ্বাস।
০৬/০৯/২০২৫ খ্রিঃ।