বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়”-এর সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার-এর স্মরণে যথাযথ মর্যাদায় এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ স্মরণসভার এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মরহুম বাদশাহ স্যারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
স্মরণসভা ও দোয়া মাহফিলে বাউসী বাঙ্গালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এর সাবেক প্রধান শিক্ষক বাহাদুর আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,সরিষাবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ.কে.এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, সরিষাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম,সাবেক প্রধান শিক্ষক মরহুম বাদশাহ স্যার-এর ছেলে প্রফেসার আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রমজান আলী।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮.