প্রতিনিধি সরিষাবাড়ী জামালপুর।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে ঝিনাই নদীতে নৌকা বাইচ দেখে বাড়ি ফেরার পথে ধারাবর্ষা গ্রামের খেয়ানৌকা ডুবে এ পর্যন্ত তিন সন্তানের জননী মোর্শেদা বেগম (৩৫),স্বামী,- আনসার আলী, গ্রাম – ধারাবর্ষা পূর্ব পাড়া
একজনের মৃত্যু এবং তার মেয়ে শোভা (৮) নিখোঁজ রয়েছে বলে ধারাবর্ষা পূর্ব পাড়া গ্রামের সোহেল রানা জানান। অপর দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুই জন আশংকা জনক অবস্থায ও এক জন সংকামক্ত আছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা ঃ দেবাশীষ রাজ বংশী নিশ্চিত করেন।
এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান,উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা রিছিল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোহছেন উদ্দিন ঘটনা স্থল পরিদর্শন করেন । এছাড়াও তাৎক্ষণিক ভাবে উদ্ধার অভিযান পরিচালনা করার জন্য জামালপুর থেকে ডুবুরি ব্যাবস্থা ও তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে সার্বক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। আজ ০৬-০৯-২৫ ইং তারিখ বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত ছিল নিখোঁজের কোন সন্ধান পায়নি । আগামী দিন আবার অভিযান পরিচালিত হবে জানা যায়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ ।।
০১৭১৫-৮৬৮৬৬৮