মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ
নরসিংদীতে নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম দায়িত্ব গ্রহণের পর থেকে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ধারাবাহিক অভিযান শুরু করেছেন। পুলিশ সুপার এর সার্বিক দিক-নির্দেশনায় নরসিংদীর জেলায় বিভিন্ন থানা ও ইউনিটের সমন্বিত অভিযানে গত কয়েকদিনে নিয়মিত মামলা ও পরোয়ানামূলে ৪০ জন, প্রিভেন্টিভ ৩ জন এবং উদ্ধারজনিত ২ জনসহ সর্বমোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে রায়পুরা থানা পুলিশ ৫০ লিটার চোলাই মদসহ একজনকে গ্রেফতার করে। এছাড়া মাধবদী থানা পুলিশ বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে।
পুলিশ সূত্র জানায়, জেলার সর্বত্র স্বাভাবিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে আসন্ন পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ,মাদক ও অস্ত্রবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। নবাগত পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম বলেন,জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর। মাদক,অস্ত্র ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলার সর্বত্র আইনশৃঙ্খলা রক্ষায় নতুন উদ্যমে মাঠে নেমেছে পুলিশ।