প্রদীপ চন্দ্র মম
যদি মুক্তি চাও অন্তরের গভীর থেকে,
তবে প্রথমে জ্বালাও আত্মশুদ্ধির প্রদীপ।
লোভ-ক্রোধ-মোহের আঁধার সরিয়ে দাও,
হৃদয়ের বেদীতে ফুটুক সত্যের ফুল।
অহংকারের ভার নামিয়ে রাখো ধূলিতে,
ক্ষমার অমৃত ঢালো প্রতিটি শ্বাসে।
করুণা হয়ে উঠুক তোমার নিত্য মন্ত্র,
ভালোবাসা ছড়িয়ে দাও সকল প্রাণে।
যতই অন্তরে ঝরে পবিত্রতার স্রোত,
ততই তুমি ছুঁয়ে যাবে আলোর দিগন্ত।
অদৃশ্য বাঁধন খুলে যাবে একদিন,
মুক্ত আত্মা মিলবে অসীমে—
সেই তো পরম আত্মমুক্তি।