প্রতিনিধি সরিষাবাড়ী জামালপুর।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও তারেক রহমানের ১৮ তম কারামুক্তি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৩-০৯-২৫ ইং তারিখ বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে এ বর্ণাঢ্য রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদারের নেতৃত্বে পৌরসভাসহ ৮ টি ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি শিমলা বাসস্ট্যান্ড হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার গিয়ে মিলিত হয়। সেখানে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন। সেখানে প্রধান অতিথি ও প্রধান বক্তা তাদের বক্তব্যে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে বিএনপির আদর্শ বুকে ধারণ করে নির্বাচনী সাফল্য অর্জনের আহ্বান জানান। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত সহ দীর্ঘায়ু কামনা করেন। পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের বর্ণাঢ্য রেলিতে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮