রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে বিক্রয় নিষিদ্ধ প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের ৪শত ৭৮টি ভারতীয় ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।
মঙ্গলবার (২সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্ত্বিতে ডোমার থানার এসআই শৈলেন চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় ফোঁস সহ উপজেলার পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানকালে নিজ বসতবাড়ীতে মিনারা বেগম(৫৬) ও তার ছেলে জনি ইসলামকে(২৫) ৪শত ৭৮টি ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ গ্রেফতার করেন। মিনারা বেগম ওই এলাকার সাকিদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় অভিযানিক পুলিশ কর্মকর্তা এসআই শৈলেন চন্দ্র দেব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফুল ইসলাম মাদক ব্যবসায়ী মা ছেলেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,বিকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।