মাহবুবুর রহমান জিলানী, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)
৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জামালপুরের বকশিগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে জিন্নাহ বাজারে আলোচনা সভা, কেক কাটা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুজ্জামান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো. মোতালেব সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ, উপজেলা বিএনপির সদস্য মোরাদুজ্জামান মোরাদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান দুদু, উপজেলা যুব দলের সহসভাপতি মাসুদ হাসান নিরব, বাট্টাজোড় ইউনিয়ন যুব দলের সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব,ছাত্রদল নেতা লিমন বাবুসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।