
নিজস্ব প্রতিবেদক
জনগণের শক্তিই আমাদের মূল শক্তি, জনগণ আমাদের সাথে আছে বলেই আমরা আজও রাজনীতি করতে পারি। তাই আসুন এ দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে ঐক্য করি। গণতন্ত্রের চর্চ্চা করি। তিনি পিআর পদ্ধতি সম্পর্কে বলেন- দেশের জনগণ পিআর বুঝে না। জনগণ বুঝে আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিবো। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন-

এতোদিন যারা মধু খেয়েছেন তারা সাবধান হয়ে যান। আসন্ন নির্বাচনে এলাকায় এলাকায় ভোট প্রার্থনা করতে গেলে যদি সুবিধাভোগী অসৎ নেতাদের কারণে জনগণ যদি বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে মধু খাওয়া ওইসব নেতাদের কোন ছাড় দেয়া হবে না। সুবিধাভোগী নেতাদের উদ্দেশ্যে বলেন- যাদের সাথে আপনারা খারাপ আচরণ করেছেন তাদের কাছে গিয়ে মাপ চান। ৪ নং আওনা ইউনিয়নবাসীর আয়োজনে বিশাল এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।
সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সুরুজ মিয়া’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিন, সহ-সভাপতি মনিরুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক লাবিব তালুকদার লিটন, আওনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ডিলার, অর্থ সম্পাদক আমির হোসেন মিলন প্রমুখ।
গণসংবর্ধনা অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- মঞ্জুরুল মোর্শেদ শিমুল।