প্রদীপ চন্দ্র মম
বাংলার আকাশে প্রতিদিন ঝরে—
নিরপরাধের রক্ত, ক্ষুধার্ত আর্তনাদ,
হিংসার আগুনে জ্বলে ওঠে গলি-মহল্লা,
রাজনীতির নামে মানুষ হারায় মানুষ।
মবের উন্মত্ত চিৎকারে
লাশ হয়ে পড়ে যায় একেকটি স্বপ্ন,
চাঁদাবাজির কালো থাবায়
শিশুর চোখ থেকে চুরি যায় ভবিষ্যৎ।
নারীর আর্তনাদ ঢেকে যায়
মাইকের গর্জনে, পতাকার উল্লাসে,
আর ক্ষমতার পালাবদলে
বুদ্ধিজীবীরাও নীরব হয়ে পড়ে।
কিন্তু আমরা—
আমরা তো কেবল সাধারণ মানুষ,
কৃষক, শ্রমিক, শিক্ষক, দোকানদার—
আমাদের চাওয়া সামান্য,
শুধু শান্তির শ্বাস নিতে চাই
অসাম্প্রদায়িক আকাশের নিচে।
এই রক্তমাখা পথ থেকে
আমাদের মুক্তি দাও,
তোমরা যারা নেতা, যাদের হাতে আছে শক্তি—
এসো, আগুন নিভাও,
মানুষকে মানুষ হতে দাও।
৩১/০৮/২০২৫ খ্রিঃ।