প্রদীপ চন্দ্র মম
রাস্তার ধুলো লাল রঙে ভেজা,
রক্ত ঝরে কেন বারবার?
হঠাৎ ভিড় ওঠে, মুখে ঢাকা ধ্বজা,
মানুষ হারায় শান্তি বারবার।
যদি আইন থাকে কাগজে লেখা,
বিচার কেন হয় রাস্তায়?
ন্যায়ের নামে ওঠে মৃত্যুর গান,
হাহাকার ভরে পথপ্রান্ত প্রাণ।
শিশুর চোখে ভয়ের ছায়া,
বৃদ্ধ কণ্ঠে দীর্ঘশ্বাস।
বিশ্বাস ভাঙে বারবার,
হতাশা আসে রাতের আঁধারে বাস।
আমরা চাই না রক্তের ভোর,
নাই লাশের নিঃশব্দ শোক।
আমরা চাই মানুষ হোক মানুষ,
ভালোবাসা ফিরুক ঘরে, সংসারের লোক।
আইন থাকুক ন্যায়ের আঙ্গিনায়,
বিচার হোক আদালতের দরজায়।
থামুক জনতার উল্লাস ঘোর,
মানবতার জয় হোক চিরন্তন সুর।
আজ বাংলার আকাশে শপথ ভাসে—
ন্যায়বিচার হবে, কেবল ন্যায়ের হাতে।
৩০/০৮/২০২৫ খ্রিঃ।