
নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক জামালপুর জেলা বিএনপি’র সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নবাসীর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকিরের সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতিতে ফরিদুল কবীর তালুকদার শামীম’কে বৃষ্টি উপেক্ষা করে গণসংবর্ধনা প্রদান করা হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম প্রধান অতিথির ভাষণে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন- আপনারা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে বিএনপির বিজয় কোন অপশক্তিই আটকে রাখতে পারবে না। তিনি আরো বলেন- সাধারণ জনগণই হচ্ছে বিএনপির চালিকা শক্তি। জনগণ বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করলে আগামীর বাংলাদেশটাকে সুখী-সুন্দর, ক্ষুধামুক্ত দেশ হিসেবে গড়ে তুলবো।
গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সরিষাবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আজিম উদ্দিন, সহ-সভাপতি চান মিয়া চানু, মোহাম্মদ সুরুজ মিয়া, মনিরুজ্জামান মাসুম, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান লিটন ফকির প্রমুখ।
অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রন্জু।