রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ি ইউনিয়নের পাঙ্গা নদীতে মাছ ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নিহত দুই শিশুর পরিবারে চলছে শোকের মাতম।
নিহত শিশুরা হলো,কেতকীবাড়ি তেলিপাড়া গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৭) এবং একই এলাকার তাহেরুল ইসলামের ছেলে তৌফিক হোসেন (৭)।
স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু মশারী নিয়ে পাঙ্গা নদীতে মাছ ধরতে যায়। এ সময় নদীতে নামলে হুমায়রা ও তৌফিক পানির স্রোতে ভেসে যায়। সঙ্গে থাকা আরেক শিশু সিয়াম ঘটনাটি বুঝতে পেরে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে তাদের নদী থেকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন শিশু পরিবারের অজান্তে মশারী নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিল। দুঃখজনকভাবে হুমায়রা ও তৌফিক আর ফিরে আসেনি।”
অকালনপ্রয়াত দুটি শিশুর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।