রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার শহরে দীর্ঘদিনের যানজট নিরসনে অংশীজনদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী।
সভায় উপজেলা দোকান মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস চালক সমিতি, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়— শহরের ভেতরে চলাচলকারী বাস, মিনিবাস ও নাইটকোচগুলোকে টার্মিনালে স্থানান্তর করা হবে। এছাড়া শহরের যানজট কমাতে অটোরিকশাগুলোকে শহরের ভেতর থেকে সরিয়ে শহরের প্রবেশমুখে চারটি নির্দিষ্ট স্থানে রাখা হবে।
স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ডোমার শহরের যানজট অনেকাংশে কমে আসবে।