1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

বিদ্রোহের অগ্নিগান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

আজও পৃথিবী জ্বলে অগ্নিশিখায়,
রাজনীতির নামে রক্ত ঝরে যায়।
স্বাধীনতার মশাল হাতে মানুষ,
হারায় অধিকার— হয় অন্তঃশ্বাস।

চাঁদাবাজির থাবায় কাঁপে প্রাণ,
ব্যবসায়ীর চোখে ভাঙা অবগান।
খুনের হাহাকার— ঘরে ঘরে শোক,
নারীর নয়নে ঝরে দহন-অলোক।

মতপ্রকাশ আজ শিকলে বাঁধা,
সত্যের কণ্ঠে শৃঙ্খল বাঁধা।
যেখানে কবি গেয়েছিলো মুক্তি,
সেখানে আজও শকুনের ভক্তি।

হে নজরুল— বিদ্রোহী কবি,
ফিরে এসো তুমি অগ্নিবীণা রবি।
বজ্রের মতো কাঁপুক ধরা,
জনতার কণ্ঠ হোক অগ্নিধারা।

এই পৃথিবী অন্যায়ের নয়,
এই পৃথিবী হবে মানুষের জয়।
কবিতা মানে সত্যের গান,
বিদ্রোহ মানে মানব প্রাণ।

২৭/০৮/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট