নিজস্ব প্রতিবেদক
সরিষাবাড়ী উপজেলার ৪ নং আওনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হওয়ায় ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সুরুজ মিয়ার সভাপতিত্বে পঞ্চাশী বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদস্য আবুল হোসেন, দপ্তর সম্পাদক আবুল হোসেন, বাচ্চু মেম্বার, যুবদল নেতা আল আমিন, আওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার, সহ-সভাপতি আব্দুল খালেক, সেচ্ছাসেবক দলের ফিরোজ আলম সোহাগ, ছাত্র দলের সাইম সরকার প্রমুখ। অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে সঞ্চালন করেন- আওনা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুঞ্জরুল মোর্শেদ শিমুল।