1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কামালখান হাট কামিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই ১ম পূনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর এনায়েতপুর ও বেলকুচি থানা পরিদর্শন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা নওগাঁর মহাদেবপুরে দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রোগমুক্তি ও শারিরীক সুস্থতার জন্য দোয়াও মোনাজাত, অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে অবৈধ ভাবে ভারত থেকে আসা অর্ধ কোটি টাকার প্রসাধনী উদ্ধার। অব্যক্ত আলোর মানচিত্র তৃণমূলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনীতিতে সফল হওয়া সহজ নয় একই দিনে শ্রীমঙ্গলে দুই স্থানে অজগর উদ্ধার, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের দ্রুত তৎপরতা মাওলানা হাবিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত জালিয়াতি করে ওয়াকফ এস্টেটের জমি জবর দখল

সন্তান যেমন একবারই  জন্ম নেয়, স্বাধীনতাও তেমন একবাই হয়- মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা, দ্বিতীয় বার হওয়ার সুযোগ নেই’ -ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

কামরুল হাসান:
দীর্ঘ নয় বছর পর জামালপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ২৩ আগস্ট শনিবার জামালপুর শহরের বেলটিয়াস্থ লুইস ভিলেজের বিপরীত মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অনুষ্ঠান আরাম্ভ হয়। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা-সচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহা-সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এম আব্দুল হালিম, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সন্তান যেমন একবারই জন্ম নেয়, স্বাধীনতাও তেমন একবারই হয়- মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা, দ্বিতীয় বার হওয়ার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়াও তিনি আরও বলেন, বিএনপি ভাঙ্গার চেষ্টা করবেন না, বিএনপি’র নেতা-কর্মীরা পরীক্ষিত। জামালপুরের নেতা-কর্মীরা একসাথে আগামীর সকল কার্যক্রম পরিচালনা করবেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
প্রথম অধিবেশন শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে পুন:রায় জামালপুর জেলা বিএনপি’র সভাপতি পদে ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারন সম্পাদক পদে এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুনের নামসহ ১২ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। সেই সাথে সহ-সভাপতি হিসেবে লোকমান আহমেদ খান লোটন, শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী এবং সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদে খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম-সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, বাহাজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়। এ আংশিক কমিটি ঘোষণা করেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা-সচিব হাবিব উন নবী খান সোহেল।
ক্যাপশন: গত শনিবার জামালপুর জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি’র জাতীয় কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। পাশে নব নির্বাচিত সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক এড. শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট