কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভালুকা গ্রামে জমি সংক্রান্ত ঝামেলায় চাচাতো ভাই আব্দুল্লাহ আল নোমান (৩০)-কে জেঠাতো ভাইয়েরা মারধর করে। এ ঘটনায় অভিমান করে ওই যুবক গত শনিবার সকালে জেঠাতো ভাইয়ের ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সে ওই ইউনিয়নের ভালুকা গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে।
¯’ানীয় সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল নোমান ঘটনার ৩-৪ দিন আগে তার নামীয় জমি বিক্রির জন্য সাইনবোর্ড লাগাতে যায়। এতে জেঠাতো ভাই মাসুদ, মামুন, মুরাদ ও মেহেদী তাকে মারধর করে। এর জন্য সে রীতিমত লজ্জা পায়। এ অভিমানেই ঘটনার দিন এমন কান্ড করে বসে। এ বিষয়ে নোমানের জেঠাতো ভাই ভালুকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি নোমানের ফাঁসিতে ঝুলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২