1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:২৬ পূর্বাহ্ন

মোরেলগঞ্জে শতবর্ষী বিদ্যালয় মসজিদের বেহাল দশা, শিক্ষার্থীদের ভরসা কলেজ মসজিদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জের ঐতিহ্যবাহী এ.সি. লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের  মসজিদ দীর্ঘদিন ধরে অবহেলা ও অযত্নে পড়ে রয়েছে। সংস্কার কিংবা রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ না থাকায়  মসজিদটি বর্তমানে দিন দিন নষ্ট ও ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে।
বিদ্যালয়ের প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী থাকলেও নামাজ আদায়ের জন্য নিজ প্রতিষ্ঠানের মসজিদ ব্যবহার করতে পারছে না তারা। বাধ্য হয়ে শিক্ষার্থীদের পাশের কলেজ মসজিদে গিয়ে নামাজ পড়তে হচ্ছে। এতে শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে, পাশাপাশি পড়াশোনায়ও বিঘ্ন ঘটছে বলে অভিযোগ করেছেন অনেকে।
শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, একসময় বিদ্যালয়ের মসজিদটি ছিল শিক্ষার্থীদের ধর্মীয় চর্চা ও নামাজের প্রধান স্থান। তবে বছরের পর বছর সংস্কার না হওয়ায় টিন ফুটা হয়ে পানি পড়া, দেয়াল ঝরে পড়া, টয়লেট না থাকা  ও নিদিষ্ট অজুখানা না থাকায় নাজুক অবস্থা সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা বিষয়টি স্বীকার করে জানান, মসজিদ সংস্কারের জন্য বহুবার আলোচনা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এছাড়াও মসজিদটি ইস্কুলের একদম পিছনের দিকে হওয়া ও যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারনে এবং ইস্কুল প্রতিষ্ঠান বেশি সময় ধরে বন্ধ থাকার কারনে  এমন অবস্থা। এছাড়ও তারা দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানান। 
শিক্ষার্থীদের অভিভাবক  ও এলাকাবাসী বলছেন, শত বছরের পুরোনো এ বিদ্যালয়ের মসজিদ কেবল ধর্মীয় শিক্ষার জন্য নয়, এটি প্রতিষ্ঠানটির ঐতিহ্যের অংশও বটে। তাই দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট