নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা ট্রাক, ট্যাঙ্কলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক, ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০ (ছনকান্দা ফেরিঘাট) প্রধান কার্যালয়ের আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিল করেছেন আকরাম আলী ড্রাইভার। আকরাম আলী ড্রাইভার সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করায় শ্রমিকদের মাঝে আনন্দের সুবাতাস বইছে। এ নিয়ে জেলার ট্রাক,ট্যাঙ্কলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিকদের সাথে কথা হলে তারা জানান, সহ-সাধারণ সম্পাদক পদে আমরা আকরাম ড্রাইভারকে ভোট দিয়ে বিজয়ী করবো।
জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০ এর কার্ডধারী শ্রমিক ও ভোটার সোহেল ড্রাইভার, শামীম ড্রাইভার, নজরুল ইসলাম ড্রাইভার কোটিপতি, রাসেল ড্রাইভারসহ একাধিক ড্রাইভার ও ভোটাররা বলেন- আসন্ন নির্বাচনে আমরা সবাই সহ-সাধারণ সম্পাদক পদে আকরাম আলী ড্রাইভারকে ভোট দিয়ে বিজয়ী করবো ইনশাআল্লাহ।
এ ব্যাপারে আকরাম আলী ড্রাইভার জানান, জামালপুর জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন-৩৬৪০ এর আসন্ন ত্রিবার্ষিক নির্বাচনে আমি সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচন করার মনস্থির করে মনোনয়নপত্র দাখিল করেছি। আগামী ২০ সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং আগামী ৩ সেপ্টেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন পরিচালনা সাব-কমিটি। সে মোতাবেক আমি সকল ভোটার ভাইদের কাছে সহ-সাধারণ সম্পাদক পদে ভোট প্রার্থনা করছি।