সরিষাবাড়ী থেকে আমাদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিলিটারি মোড় থেকে দোপাদহ ফকির বাড়ি মসজিদ পর্যন্ত মাটির কাচা রাস্তা টির বেহাল দশা।
সরোজমিনে গিয়ে দেখা যায় ,গ্রামীণ এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি মহাদান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মিলিটারি মোড় থেকে ধোপাদহ ফকির বাড়ি মসজিদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার। সম্পূর্ণ রাস্তায় কাদা। গাড়ি ঘোড়া যানবাহন তো দূরের কথা একজন মানুষের পায়ে হেটে যাওয়া অসম্ভ হয়ে পরেছে। দীর্ঘ দিন যাবৎ নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয় না।
অথচ এই রাস্তা দিয়ে প্রায় ৪টি গ্রামে প্রতিদিন হাজার হাজার জনসাধারণ ব্যবসায়ী স্কুল কলেজে ছাত্র ছাত্রী রোগি চলাচল করে থাকে। এখানে অধিকাংশ মানুষ কৃষি কাজের সাথে জড়িত। কাচা রাস্তা থাকার কারনে এখানে মহাজন ফরিয়া কৃষকের উৎপাদিত ফসল ক্রয় করতে আসে না । এখন বৃষ্টির সময় রাস্তায় একহাটু কাঁদা হয়েছে। যার ফলে কম মূল্যে ফসল বিক্রি করতে কৃষকগণ বাধ্য হয় । এতে করে কৃষক হারাচ্ছে তার ন্যায্য মূল্য অপরদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। এই রাস্তা দিয়ে প্রসূতি মা বোন দের জরুরি চিকিৎসাসেবার জন্য সদরের সাথে যোগাযোগ করতে বা হাসপাতালে নিতে যানবাহন চলাচল না করায় সেই আদিযুগের মত বাঁশের চাংগারী বেঁধে ঘারে বয়ে নিয়ে যেতে হয়।
এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান জুয়েল এর সাথে কথা হলে তিনি বলেন,এই রাস্তা দিয়ে ,৩ টি গ্রামের মধ্যে বিলবালিয়া,দোপাদহ ও সেংগুয়া গ্রামের লোকজন ছাড়াও এখানে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও ঈদগা মাঠ রয়েছে । অত্যন্ত ঝুকি নিয়ে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে।
তিনি এলাকাবাসীর দুর্দশা লাগবে উক্ত রাস্তা টি পাকা করার জন্য স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী জায়িদুল ইসলাম বলেন, রাস্তা টি আইটি নাম্বারের তালিকায় থাকলে আগামীতে প্রকল্প আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮