প্রদীপ চন্দ্র মম
বাংলার মাটিতে রক্ত গড়িয়েছে—
স্বাধীনতার স্বপ্ন বুনেছিল কৃষক, শ্রমিক, তরুণ, বৃদ্ধ, ফকির, দরবেশ, শিল্পী, কবি, সাংবাদিক;
কিন্তু সে স্বপ্ন আজও ঢেকে রাখে
অসহিষ্ণুতার কালো মেঘে।
যেখানে সত্য উচ্চারণ করলেই
কারও চোখে তুমি শত্রু,
আর সমালোচনার ছোঁয়া লাগলেই
অন্যের চোখে অপরাধী তুমি।
এই বিভাজনের আগুনে
দগ্ধ হচ্ছে আমাদের সংস্কৃতি,
শিল্পীর কণ্ঠ স্তব্ধ হয়ে পড়ে,
ক্রীড়ার মাঠে ওড়ে দলীয় পতাকা।
তরুণেরা আজ পায় বিভক্ত ইতিহাস,
সত্য হয় কখনো প্রতীকের নাম,
কখনো আবার অস্বীকারের ছায়া;
কিন্তু তাদের হাতে আসে না পূর্ণ সত্য—
যে সত্য শেখায় সহাবস্থান, শেখায় মানবতা।
আমরা ভুলে গেছি—
ভিন্নমত মানেই শত্রু নয়,
সমালোচনা মানেই ষড়যন্ত্র নয়;
বরং মতবিরোধই গণতন্ত্রের প্রাণ,
সহনশীলতাই সভ্যতার সৌন্দর্য।
হে তরুণ প্রজন্ম,
তোমাদের হাতেই ভবিষ্যতের আলোকশিখা,
তোমরা যদি ঘৃণার জুতা ছুড়ে মারো,
তবে রক্তাক্ত হবে আগামী প্রভাত;
কিন্তু যদি হাতে তোলো যুক্তির প্রদীপ,
তবে ভোর জেগে উঠবে নতুন আলোয়—
যেখানে শিল্পী থাকবেন কেবল শিল্পী,
ইতিহাস হবে সত্যের আকাশ,
আর বাংলাদেশ হবে সহনশীলতার
এক উজ্জ্বল মানবিক মানচিত্র।
২৩/০৮/২০২৫ খ্রিঃ।