নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা বিএনপি’র সম্মেলনে টানা তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদুল কবীর তালুকদার শামীম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন। এ খবরে আনন্দে ভাসছে পুরো জেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঐক্যের প্রতীক শামীম-মামুন :
সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা বলেন, একাধিকবার একই নেতৃত্বের পুনঃনির্বাচন প্রমাণ করে—দলের ভেতরে ঐক্য সুদৃঢ় এবং কর্মীরা নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রাখছেন। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে আগত বিএনপি কর্মীরা জানান, শামীম-মামুনের নেতৃত্বে দল আরও গতিশীল ও শক্তিশালী হবে।
উচ্ছ্বাসে ভরা সম্মেলন :
সম্মেলনকে ঘিরে শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন আর মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা সম্মেলনস্থলকে রঙিন করে তোলেন। নির্বাচনের ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উপস্থিত সবাই করতালি ও স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
ধারাবাহিক নেতৃত্বের সাফল্য :
গত দুই মেয়াদে জেলা বিএনপি’র আন্দোলন-সংগ্রামে শামীম ও মামুনের নেতৃত্ব ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। কর্মীদের পাশে থাকা, জনদুর্ভোগে অংশগ্রহণ এবং সাংগঠনিক কার্যক্রমে তৎপরতার কারণেই তারা আবারও নেতৃত্বে নির্বাচিত হয়েছেন বলে জানান দলের শীর্ষ নেতারা।
নেতাকর্মীদের আশা :
একজন প্রবীণ নেতা বলেন— “এই পুনঃনির্বাচন কেবল দুজন ব্যক্তির জয় নয়, এটি জামালপুর জেলা বিএনপি’র সকল কর্মীর জয়। এখন আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ থেকে জাতীয় রাজনীতিতে কার্যকর ভূমিকা রাখা।”
আনন্দে ভাসছে সর্বত্র :
সম্মেলন শেষে শহরের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল বের হয়। গ্রামীণ জনপদেও দলীয় কার্যালয়ে কেক কেটে আনন্দ-উৎসবের আয়োজন করা হয়। কর্মীদের কণ্ঠে শোনা যায়— “ঐক্যের প্রতীক শামীম-মামুন।”
জামালপুর জেলা বিএনপি’র টানা তৃতীয়বারের এই নেতৃত্ব শুধু একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি দলের ভেতরে আস্থা, ভালোবাসা এবং ভবিষ্যতের স্বপ্নের প্রতিফলন।