1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

সততার অঙ্গীকার : আমার পথচলার শপথ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

আমি আমাকে সৎ রাখবো—এটাই আমার অঙ্গীকার। সমাজে হোক, রাজনীতিতে হোক বা ব্যক্তিগত জীবনের যেকোনো অবস্থানে, আমি বিশ্বাস করি সততা হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের সাথে সৎ থাকতে পারে, সে-ই আসলেই সমাজ ও রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনে।

আজকের পৃথিবীতে মানুষ নানা প্রলোভনে পড়ে যায়। ক্ষমতার মোহ, টাকার লোভ কিংবা স্বার্থের লেনদেন—এসবের ভিড়ে সত্যকে আঁকড়ে ধরা অনেক কঠিন। কিন্তু ইতিহাস সাক্ষী, যারা সততার পতাকা উঁচু করে রেখেছে, তারাই মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। সৎ মানুষের হয়তো পথচলা কঠিন হয়, কিন্তু তার গন্তব্য সবসময় পরিষ্কার থাকে।

রাজনীতির মাঠে সততার অভাবই আজকের সংকটকে ঘনীভূত করছে। নেতারা জনগণের জন্য নয়, নিজেদের স্বার্থের জন্য রাজনীতি করলে রাষ্ট্র দুর্বল হয়। তাই আমার অঙ্গীকার—আমি যদি রাজনীতিতে থাকি, সেখানে সত্য কথা বলবো, জনস্বার্থে সিদ্ধান্ত নেবো, ক্ষমতার লোভে নয়, মানুষের ভালোবাসায় পথ চলবো।

সামাজিক জীবনে সততা মানে হলো সবার সাথে ন্যায্য ব্যবহার করা। আমি চাই না মানুষ আমার কাছে এসে প্রতারিত হোক। আমি চাই না আমার হাতে কোনো অন্যায়ের দায় চাপুক। তাই শপথ করছি, আমার পরিবার, বন্ধু, সমাজ—সবাইকে আমি সত্যের আলোয় দেখবো।

সততা কখনো সহজ পথ নয়। এটি পরীক্ষার, সংগ্রামের, এমনকি ত্যাগের পথ। কিন্তু আমি দৃঢ় বিশ্বাস করি—যদি আমি আমার অঙ্গীকারে অটল থাকি, তাহলে আমার ছোট্ট সৎ প্রয়াসও সমাজে পরিবর্তন আনবে।

কারণ সত্যের ওপর দাঁড়ানো মানুষ কখনো ভেঙে পড়ে না। সে মানুষ সময়কে জিততে পারে, ইতিহাসকে জিততে পারে। আর তাই আমি প্রতিজ্ঞা করছি—
“আমি আমাকে সৎ রাখবো, এটাই আমার অঙ্গীকার।”

-আল আমিন মিলু
আহ্বায়ক
গনঅধিকার পরিষদ
সরিষাবাড়ি উপজেলা শাখা
জামালপুর

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট