1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন

ঈশ্বরদীতে হত্যার উদ্দেশ্যে সাংবাদিক মুশফিকুর রহমানের উপর সন্ত্রাসী হামলা মামলার আসামি আকাশকে এখনো গ্রেপ্তার হয়নি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

 

ঈশ্বরদী প্রতিনিধি ;
পাবনার ঈশ্বরদীতে দৈনিক বিজয় ও সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. মুশফিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত ২নং আসামি মোঃ আকাশ হোসেন এখন পর্যন্ত পুলিশের হাতে আটক হয়নি বলে অভিযোগ উঠে এসেছে।

আহত সাংবাদিক মো. মুশফিকুর রহমান জানান, “মাস পার হয়ে গেলেও ২ নং আসামি মোঃ আকাশ হোসেনকে গ্রেফতার করেনি ঈশ্বরদী থানা পুলিশ। হত্যার উদ্দেশ্যে হামলা চালালেও সে এখনো প্রকাশ্যে এলাকায় বেপরোয়া চলাফেরা করছে।”

তিনি আরও বলেন, “যুবলীগের একদল সন্ত্রাসী বাহিনী আমার উপর হামলা চালিয়েছিল। মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ আকাশ হোসেনকে এখনও গ্রেফতার করা হয়নি। বরং সে প্রকাশ্যে বাড়িতে অবস্থান করছে, অথচ দেখার কেউ নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি দ্রুত তাকে গ্রেফতার করা হোক।”

অন্যদিকে আমবাগান পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা জানান, মোছাঃ আলেয়ার বেগমের ছেলে আকাশ হোসেন একটি মারামারি মামলার আসামি। তবে তিনি দাবি করেন, “আকাশ একজন ছাত্র এবং পরীক্ষার্থী, তাই তাকে ধরা যাচ্ছে না।”

তবে এলাকাবাসীর ভাষ্য, আকাশ দীর্ঘ পাঁচ বছর ধরে কোথাও পড়াশোনা করে না। প্রতিদিন সকালে মাছের আড়তে গিয়ে মাছ কিনে হাটে হাটে বিক্রি করেন। ফলে পুলিশ যে তথ্য দিয়েছে, আকাশ পরীক্ষার্থী—তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে অভিযোগ করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট