রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে মাদকবিরোধী বিশেষ অভিযানে আশিকুর (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গণেন চন্দ্র রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভার ৭নং ওয়ার্ড চিকনমাটি কুলি পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আশিকুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আশিকুর চিকনমাটি কুলি পাড়ার মৃত আকবর আলীর ছেলে।
এ ঘটনায় এসআই গণেন চন্দ্র রায় বাদী হয়ে ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।