কামরুল হাসান:
জামালপুরের সরিষাবাড়ীতে বিএনপি’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক মহাসচিব, সাবেক এলজিআরডি মন্ত্রী মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ আগস্ট বুধবার সকালে উপজেলা বিএনপি শোকর্যালী বের করে। পরে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের নেতৃত্বে মরহুম আব্দুস সালাম তালুকদারের কবরে শ্রদ্ধাঞ্জলি ও বিশেষ দোয়া করা হয়। পরে তালুকদারবাড়ি হাফেজিয়া মাদরাসা মাঠে সংক্ষিপ্ত স্মরণসভায় বক্তারা জ্ঞানগর্ভ বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদ। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দলীয় ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ তাঁর কবরে শ্রদ্ধাঞ্জলি জানায়। কয়েকটি ¯’ানে কাঙালিভোজের আয়োজন করা হয়।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২